সপ্তাহ শেষে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, গুলির লড়াইয়ে নিকেশ হিজবুল জঙ্গি

author-image
Harmeet
New Update
সপ্তাহ শেষে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, গুলির লড়াইয়ে নিকেশ হিজবুল জঙ্গি

নিজস্ব সংবাদদাতাঃ সপ্তাহ শেষে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। শনিবার সকালেই জম্মু-কাশ্মীরের কুলগামে শুরু হয় এনকাউন্টার। ওই এনকাউন্টারে এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে। গোটা এলাকাজুড়ে চলছে তল্লাশি অভিযান। জানা গিয়েছে, মৃত ওই জঙ্গি হিজবুল মুজাহিদ্দিন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল।





পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার ভোর রাতে কুলগামের খান্দিপোরায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। গোপন সূত্রে খবর মিলেছিল যে ওই এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। রাতের অন্ধকারে তল্লাশি অভিযান শুরু করতেই আচমকা পিছন থেকে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও, শুরু হয় এনকাউন্টার। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর এক জঙ্গিকে নিকেশ করা হয়। পুলিশের অনুমান, আরও এক জঙ্গি আটকে রয়েছে। ওই জঙ্গির খোঁজে গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।