নিজস্ব সংবাদদাতাঃ দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া এবং ইসরাইলের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে বলে শুক্রবার জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। বৃহস্পতিবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দামেস্কের দক্ষিণে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল। সিরিয়া জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমানগুলো বিমানবন্দরে আঘাত হানতে চেয়েছিল।