সাঁওতালি মাধ্যমে উচ্চমাধ্যমিকে প্রথম সিলি টুডু

author-image
Harmeet
New Update
সাঁওতালি মাধ্যমে উচ্চমাধ্যমিকে প্রথম সিলি টুডু

বনমালী ষন্নিগ্রহী,বাঁকুড়াঃ সাঁওতালি মাধ্যমে উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছে বাঁকুড়ার পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের সিলি টুডু। একই সাথে ওই ছাত্রী রাজ্যের মেধা তালিকায় দশম স্থান দখল করেছে। তার প্রাপ্ত নম্বর ৪৮৮। সিলির বাড়ি রানীবাঁধ ব্লকের ধারকেডি গ্রামে। বাবা পরিমল টুডু গ্রামেই পানের গুমটি চালান। 

                         

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় জেদ বেড়ে যায় সিলির। উচ্চ মাধ্যমিকে সকলকে টপকে সে যে উচ্চ মাধ্যমিকে সাঁওতালি ভাষায় ও অলচিকি হরফের পরীক্ষার্থীদের মধ্যে রাজ্যে একেবারে প্রথম হবে তা ভাবতে পারেনি সিলি।

                           



 স্বাভাবিক ভাবেই নিজের ফলাফল শুনে উচ্ছসিত সিলি টুডু। আগামী দিনে সাঁওতালি নিয়ে লেখাপড়া করে গবেষক হতে চায় সিলি। সিলিকে নিয়ে গর্বের সীমা নেই স্কুলের শিক্ষকদেরও।