old_সর্বশেষ খবর আজ আসানসোল সিবিআই আদালতে পেশ করা হল সায়গলকে Harmeet 10 Jun 2022 14:16 IST Follow UsNew Updateরাহুল পাসোয়ান, আসানসোলঃ গরু পাচারকান্ডে অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গতকাল গ্রেফতার করেছিল সিবিআই। আজ অর্থাৎ শুক্রবার ধৃত সায়গল হোসেনকে আসানসোল সিবিআই আদালতে পেশ করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, সায়গল হোসেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডলের দেহরক্ষী ছিলেন। বৃহস্পতিবার কলকাতার নিজাম প্যালেসে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করার পর সায়গল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। ধৃতকে এদিন আসানসোল সিবিআই আদালতে পেশ করা হয়। west bengal cbi arrest asansol body guard ANUBRATA MANDAL Asansol court cow smuggling case saigol hossen Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন