উচ্চমাধ্যমিকে সারা রাজ্যের প্রথম দশের তালিকায় পশ্চিম মেদিনীপুরের ৯ পড়ুয়া

author-image
Harmeet
New Update
উচ্চমাধ্যমিকে সারা রাজ্যের প্রথম দশের তালিকায় পশ্চিম মেদিনীপুরের ৯ পড়ুয়া

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ  ২০২১-২২ শিক্ষা বর্ষে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলো শুক্রবার। এবার উচ্চমাধ্যমিকে উল্লেখযোগ্য ফলাফলের ক্ষেত্রে  দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৪৯৭ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান দখল করেছে পিংলার জলচক নাটেশ্বরী বিদ্যালয়ের ছাত্র সায়নদ্বীপ সামন্ত। তৃতীয় হয়েছে ওই স্কুলের ছাত্রী পরীচায়া পরী, প্রাপ্ত নম্বর ৪৯৬।

                                                     

 চতুর্থ হয়েছে ওই স্কুলের তিনজন ছাত্র কিংশুক রায়, সৌমদীপ মণ্ডল এবং প্রীতম মিদ্যা, তিন ছাত্রেরই প্রাপ্ত নম্বর ৪৯৫। অষ্টম স্থান অধিকার করেছে সাহেব দাস অধিকারী, প্রাপ্ত নম্বর ৪৯০। নবম হয়েছে ওই স্কুলের ছাত্র সতস্মিত মহাপ্রাত্র, প্রাপ্ত নম্বর ৪৮৯। এবং দশম স্থান অধিকার করেছে পিংলার জলচক নাটেশ্বরী বিদ্যালয়ের দুই ছাত্র সাইলেশ জানা এবং পবিত্র বেরা, দু'জনের প্রাপ্ত নম্বর ৪৮৮।