ইউক্রেনের পক্ষে লড়াই করায় যুক্তরাজ্যের ২ নাগরিকের শাস্ত, নিন্দা প্রকাশ বিদেশ সচিবের

author-image
Harmeet
New Update
ইউক্রেনের পক্ষে লড়াই করায় যুক্তরাজ্যের ২ নাগরিকের শাস্ত, নিন্দা প্রকাশ বিদেশ সচিবের

নিজস্ব সংবাদদাতাঃ দোনেস্কে ইউক্রেনের পক্ষে লড়াই করতে গিয়ে রাশিয়ার হাতে ধরা পড়েছেন যুক্তরাজ্যের ২ নাগরিক শন পিনার এবং এইডেন আসলিন।  ইতিপূর্বেই তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই ঘটনায় নিন্দা প্রকাশ করলেন যুক্তরাজ্যের বিদেশ সচিব লিজ ট্রাস। তিনি দাবি করেছেন, এই রায়ের কোনও বৈধতা নেই। তিনি যুদ্ধবন্দিদের পাশে থাকার বার্তা দিয়েছেন।

UK foreign minister Liz Truss heads to Russia with warning on Ukraine |  Deccan Herald