New Update
/anm-bengali/media/post_banners/Q2NnttbnlwpGkGda21eK.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আরও বিপাকে বিজেপির নূপুর শর্মা, নবীন জিন্দাল ও আসাদুদ্দিন ওয়েইসি। দিল্লি পুলিশের পিআরও সুমন নলওয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'আমরা নূপুর শর্মা, নবীন কুমার জিন্দল এবং আসাদুদ্দিন ওয়েইসির বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করেছি সোশ্যাল মিডিয়ায় তাদের কথিত অবমাননাকর মন্তব্যের সঙ্গে সম্পর্কিত, যা অন্য ধর্মের লোকদের অপমান করেছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে।'
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us