পুলিশের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির

author-image
Harmeet
New Update
পুলিশের উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির

রাহুল পাসওয়ান, কুলটিঃ “উৎসর্গ” রক্তদান শিবিরের আয়োজন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়মতপুর ফাঁড়ির পুলিশের উদ্যোগে এদিন পুলিশ ছাড়াও এই রক্তদান শিবিরে রক্ত দিতে এগিয়ে আসে এলাকার সাধারণ মানুষ!এছাড়াও দিশা জনকল্যাল কেন্দ্রের দুস্থ ছাত্রছাত্রীদের ব্যাগ সহ পড়াশুনার সামগ্রী দেওয়া হয়!সাথে নিয়মতপুর ফাঁড়ির পুলিশের রান্না ঘরের শুভউদ্বোধন করা হয়! সাথে পাঁচটি আদিবাসী ক্লাবের ফুটবল খেলোয়াড় দের হাতে ফুট বল তুলে দেওয়া হয়!এই অনুষ্ঠানে উপস্থিত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশকমিশনার সুধীরকুমারনীলকান্তম ও ডিসি পশ্চিম অভিষেকমোদী, এ. সি. পী কুলটি সুকান্ত ব্যানার্জী সহ কুলটি থানা ও নিয়মতপুরফাঁড়ির আধিকারিক।