উখরা ফাঁড়ির পুলিশ কয়েক ঘন্টার মধ্যেই মন্দিরের চুরির কিনারা করল

author-image
Harmeet
New Update
উখরা ফাঁড়ির পুলিশ কয়েক ঘন্টার মধ্যেই মন্দিরের চুরির কিনারা করল

নিজস্ব সংবাদদাতা, অন্ডালঃ  অন্ডালের বাকোলা বাবাজি তলা ব্রহ্মচারী স্থানে হনুমান মন্দির প্রতিষ্ঠা হয় কদিন আগেই। বুধবার ওখান থেকে ২ টি দানবাক্স চুরি হয়ে যায়। চুরি হয়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই উখড়া ফাঁড়ির ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা সেখ নরিফ নামে এক দুষ্কৃতীকে পাকড়াও করে। জানা গেছে ধৃত ব্যক্তি মন্দিরের চুরি ঘটনায় যুক্ত। চোর পাকড়াও হবার পরই চুরি যাওয়া দানপত্র সহ দানের টাকা পয়সাও উদ্ধার হয়। উখড়া ফাঁড়ির আই সি নাসরিন সুলতানা ম্যাডাম জানান, আমাদের সহকর্মীরা খুব ভালো কাজ করেছে যার জন্য এত শীঘ্রই চুরি যাওয়া জিনিস উদ্ধার করা সম্ভব হয়েছে। চুরি যাওয়া দানপত্র এবং ভগবানের উদ্দেশ্যে দেওয়া টাকাপয়সা উদ্ধার হওয়ায় মন্দির কমিটির লোকেরা নাসরিন সুলতানা ম্যাডামকে ধন্যবাদ জানান। ধন্যবাদ জানানো হয় পকরা আউট পোষ্টের ভিলেজ পুলিশ এবং সিভিক ভাইদের। অন্ডাল থানায় কেস দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার ধৃত চোরকে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর।