করোনার আবহে এবারও ভক্তশূন্য পুরী

author-image
Harmeet
New Update
করোনার আবহে এবারও ভক্তশূন্য পুরী

নিজস্ব সংবাদদাতাঃ করোনা আবহে এবারও ভক্তশূন্য পুরীর রথযাত্রা। পুরীর রথযাত্রায় এবার অংশ নিচ্ছেন ৩ হাজার সেবায়েত ও ১ হাজার কর্মী। বিশেষ ধরণের কাঠ দিয়ে তৈরি হয়েছে তিনটি রথ। জগন্নাথদেবের রথের নাম 'নন্দীঘোষ।' বলভদ্রের রথের নাম 'তালধ্বজ' এবং সুভদ্রার রথের নাম 'দর্পদলন।'