New Update
/anm-bengali/media/post_banners/aPBYCqiB4nx12G5UXsdD.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিখ্যাত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যা মামলায় নয়া মোড়। এবার পাঞ্জাব পুলিশ ভাতিন্ডা থেকে কেশব ও চেতন নামে ২ জনকে আটক করেছে। যারা সিধু মুস ওয়ালাকে আক্রমণ করেছিল তাদের কাছে কেশব অস্ত্র সরবরাহ করেছিল বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, হামলার আগে কেশব আর এক অভিযুক্ত সন্দীপ ওরফে কেকদার সঙ্গে ছিলেন যিনি একটি রেকি পরিচালনা করেছিলেন। ​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us