দিগবিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: রক্তদান মানে জীবন দান। কিন্তু প্রতি বছরই গ্রীষ্ম পড়তেই টান পড়ে রক্তের ভাঁড়ারে। থ্যালাসেমিয়ায় অথবা ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর পরিবার থেকে শুরু করে দুর্ঘটনাগ্রস্ত রোগীর পরিবারের পক্ষে রক্ত জোগাড় করা একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। ঘাটতি দেখা দেয় ব্লাড ব্যাঙ্কগুলোতে। এই পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে এগিয়ে এল পুলিশ প্রশাসন। 'উৎসর্গ' নাম দিয়ে রক্তদান উৎসবের আয়োজন করল পুলিশ প্রশাসন। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় প্রতিদিনই বিভিন্ন থানার উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকছে। এবার সবং থানার পুলিশের পরিচালনায় থানা প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হল বুধবার। এদিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন,খড়গপুর মহকুমা পুলিশ আধিকারিক রানা মুখোপাধ্যায়,ডেবরা এসডিপিও গোবিন্দ শিকদার,সার্কেল ইন্সপেক্টর কৃষ্ণেন্দু হোতা,সবং থানার ওসি সুব্রত বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিরা। এইদিন রক্তদান শিবিরে সিভিক ভলেন্টিয়ার ও পুলিশকর্মী মিলিয়ে প্রায় ৬০ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তের আকাল দেখা দেয় বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক গুলোতে। ফলে সেই রক্তের সংকট মিটাতে এই রক্তদান শিবিরের আয়োজন করা জানা গিয়েছে। থানার আধিকারিকরা প্রতিটি রক্তদাতাকে ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জানান।