রাজ্যসভায় জয় নিশ্চিত করতে মরিয়া কংগ্রেস

author-image
Harmeet
New Update
রাজ্যসভায় জয় নিশ্চিত করতে মরিয়া কংগ্রেস

নিজস্ব সংবাদদাতাঃ আগামী ১০ জুন মহারাষ্ট্রে রাজ্যসভা নির্বাচন। এই নির্বাচনে নিজেদের জয় নিশ্চিত করতে মরিয়া কংগ্রেস। সেই লক্ষ্যে ৮ জুন মহারাষ্ট্রে শিবসেনা ও এনসিপি দলের সঙ্গে বৈঠক করল মহারাষ্ট্র কংগ্রেস। ৩ টি দলের জোটের মাধ্যমেই মহারাষ্ট্র রাজ্যসভায় নিজেদের জয় নিশ্চিত হবে বলে দাবি করেছেন মহারাষ্ট্র কংগ্রেসের প্রধান নানা পাটোলে।

ncp: Ally NCP is backstabbing us, says Maharashtra Congress chief Nana  Patole | Nagpur News - Times of India