আরও আটটি যুদ্ধাপরাধের মামলা দায়ের করেছে ইউক্রেন

author-image
Harmeet
New Update
আরও আটটি যুদ্ধাপরাধের মামলা দায়ের করেছে  ইউক্রেন

নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেন রাশিয়ান সৈন্যদের সঙ্গে জড়িত আরও আটটি যুদ্ধাপরাধের মামলা দায়ের করেছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিক্টোভা বলেন, "আমরা কেবল অপারেশন থিয়েটারে আসা যোদ্ধাদের কথা বলছি না, বরং যারা ধর্ষণ, লুণ্ঠন, বেসামরিক নাগরিকদের হত্যা করতে এসেছিল তাদের সম্পর্কে কথা বলছি"। গত ২৩ মে, ইউক্রেনে রাশিয়া আগ্রাসনের পর প্রথম যুদ্ধাপরাধের বিচারে নিরস্ত্র এক ব্যক্তিকে হত্যার দায়ে ২১ বছর বয়সী এক রুশ সেনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।গত ৩১ মে পোলতাভা অঞ্চলের কোটেলেভস্কি জেলা আদালত 'যুদ্ধের আইন লঙ্ঘনের' দায়ে আরও দুই রুশ সেনাকে দোষী সাব্যস্ত করে। ভেনেডিক্টোভা বলেন, প্রসিকিউটররা প্রায় ১৬ হাজার যুদ্ধাপরাধের মামলার তদন্ত করছেন।