নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের এক শীর্ষ কর্মকর্তা অভিযোগ করেছেন, দেশটির শস্যবাজারের ওপর নিয়ন্ত্রণ অর্জনের জন্য রাশিয়া কৃত্রিমভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। "শস্য সরবরাহের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট নিরাপত্তা প্রথম," ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব ওলেকসি দানিলভ বুধবার টুইটারের মাধ্যমে বলেন। তিনি আরও বলেন, "রাশিয়া কৃত্রিমভাবে বাজার দখল এবং খাদ্য ঘাটতি নিয়ে ইউরোপকে ব্ল্যাকমেইল করার জন্য বাধা সৃষ্টি করছে"। তুর্কি ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেন থেকে শস্য রপ্তানি পুনরায় চালু করার বিষয়ে আলোচনা করতে বুধবার আঙ্কারায় বৈঠক করবেন বলে জানা গিয়েছে।