New Update
/anm-bengali/media/post_banners/Vz5D0YbduNMeV7Ywxlte.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মৎস্যজীবীর জালে ধরা পড়ল রহস্যজনক 'ফ্র্যাঙ্কেনস্টাইন ফিস'। জানা গিয়েছে, একজন রাশিয়ান মৎস্যজীবী একটি অদ্ভুত চেহারার প্রাণীকে ধরেছেন যাকে "ফ্রাঙ্কেনস্টাইনের মাছ" বলা হয়। রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের মুরমানস্কের একটি ট্রলারে কাজ করা এক মৎস্যজীবী রোমান ফেডোর্টসভ তার জীবনের কয়েক মাস সমুদ্রে কাটান। তিনি প্রায়শই সমুদ্রের গভীরে পাওয়া অস্বাভাবিক প্রাণীদের ছবি পোস্ট করেন। তেমনই এই মাছের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর এহেন ছবি দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us