New Update
/anm-bengali/media/post_banners/maGWX6zE6X8FvlbaimWg.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ৫১০ জোড়া যুবক যুবতীর সম্পর্কের পরিণতি পেল খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরেই। আলিপুরদুয়ারের সুভাষিনী চা বাগানে এখন যেন বসন্তের আবহ। রঙিন গোলাপি পর্দায় সেজেছে এলাকা। সঙ্গে বাহারি ফুল। সানাইয়ের সুর ভেদ করছে চা বাগানের স্তব্ধতাকে। লাল রঙা বেনারসি, ওড়না আর কল্কা পাঞ্জাবিতে সেজেছেন বর কনে। এক-দু’জন নয়, ৫১০ জোড়া যুবক যুবতী। তাঁরা পাশাপাশি বসেছে একটা বিরাট যজ্ঞ। এক সঙ্গে ৫১০ জোড়া যুবক যুবতীর বিয়ে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। বিয়ের আনন্দে মাতলেন মুখ্যমন্ত্রীও। আদিবাসীদের সঙ্গে ধামসা-মাদলের তালে পা মেলালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। গত বছরও তিনি আলিপুরদুয়ারে আদিবাসীদের তালে তালে নেচেছিলেন। বিভিন্ন সরকারী প্রকল্প ও জেলার উন্নয়নের কাজে হাজারো ব্যস্ততার মাঝে মমতাকে খোশ মেজাজে দেখা যায়। আলিপুরদুয়ারের সুভাষিনী চা বাগান যেন আজ আক্ষরিক অর্থেই ‘বিরাট ব্যাঙ্কোয়েট’। ৩ টি বিশাল আকারের তাঁবু টাঙানো হয়েছে। পাশাপাশি আয়োজন প্রচুর। কোচবিহার , আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির আদিবাসী সম্প্রদায়ের যুবক যুবতীদের জন্যেই বসেছে গণবিবাহের আসর। তিন জেলার পুলিশের আয়োজনে হয়েছে এই অনুষ্ঠান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us