আরও বাড়তে পারে জিনিসপত্রের দাম

author-image
Harmeet
New Update
আরও বাড়তে পারে জিনিসপত্রের দাম

নিজস্ব সংবাদদাতাঃ   দেশের মূদ্রাস্ফীতি  কমাতে রাশ টানতে পারে সুদের হারে। বুধবারের বৈঠকে তেমনই ইঙ্গিত দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। বুধবার দেশের আর্থিক নীতি নির্ধারণের বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, চলতি অর্থবর্ষে আরও বাড়তে পারে মূদ্রাস্ফীতির হার। যে কারণে আরবিআই 2022-23 সালে মূদ্রাস্ফীতির হারের পূর্বাভাস বৃদ্ধি করেছে। আগে চলতি অর্থবর্ষে মূদ্রাস্ফীতির পূর্বাভাস 5.7 শতাংশ থেকে বাড়িয়ে 6.7 শতাংশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। অর্থাৎ RBI মুল্যবৃদ্ধির হার 1 শতাংশ বৃদ্ধি করেছে।