New Update
/anm-bengali/media/post_banners/5FX19OkMOtBwpYndWNVm.jpg)
নিজস্ব প্রতিনিধি -বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (বিএমআরসিএল) মঙ্গলবার একটি প্রেস নোটে মেট্রোরেলে সাইকেল নেওয়ার অনুমতি দেওয়ার কথা জানিয়েছে।তবে সেটি নিতে পারবে একেবারে শেষ কোচে।এবং সেই সঙ্গে মেট্রো ব্যবহারকারীরা ভাঁজ করা যায় এমন সাইকেল বহন করতে পারবেন যেগুলির ওজন ১৫ কেজির বেশি হতে পারবেনা। এবং ততক্ষণ তাদের লাগেজ ফি নেওয়া হবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us