পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে উনুনে রান্না তৃণমূলের

author-image
New Update
পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে উনুনে রান্না তৃণমূলের

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি: পেট্রোপণ্য, রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের। রাস্তায় রান্নার গ্যাসের সিলিন্ডারে মালা জড়িয়ে উনুনে রান্না করে প্রতিবাদ করা হয়।  গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও এই প্রতিবাদ সমাবেশ করছে তৃণমূল কংগ্রেস। রবিবার ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের এনজেপির নেতাজি মোড়ে এক বিক্ষোভ কর্মসূচির পালন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ীর প্রাক্তন বিধায়ক তথা শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। তিনি বলেন, পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির ফলে প্রতিটি নিত্যপ্রয়োজনীয়  জিনিসের দাম যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। সকলে মিলে এগিয়ে এসে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান।