নিজস্ব সংবাদদাতাঃ ব্যারাকপুরে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সভার শেষে বিশৃঙ্খলা। তাল কাটল গেরুয়া শিবিরের কর্মসূচিতে। আজ সভার শেষে, সুকান্ত মজুমদারের কাছে কিছু অভিযোগ জানাতে যান জগদ্দল মণ্ডলের মহিলা মোর্চার প্রাক্তন সভাপতি বেবি মল্লিক। অভিযোগ, সেই সময় তাঁকে বাধা দেন কিছু বিজেপি কর্মী। তখনই বিশৃঙ্খলা বেধে যায়। যদিও বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির।