New Update
/anm-bengali/media/post_banners/xxp8wyIp2k5EK7vDOzLO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইন্টারনেট পরিষেবা উন্নত করার লক্ষ্যে এবার নয়া স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলেছে মিশর। মিশরীয় স্যাটেলাইট কোম্পানি নিলেস্যাট মঙ্গলবার এই ঘোষণা করেছে। নয়া স্যাটেলাইটটির নাম ‘নিলস্যাট-৩০১’। একটি প্রেস বিজ্ঞপ্তিতে নিলস্যাটের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আনিস বলেন, “নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য সকল প্রস্তুতি শেষ হয়েছে”। প্রসঙ্গত, মিশরের বর্তমান স্যাটেলাইট ‘নিলস্যাট-২০১’ এর মেয়াদ ২০২৮ সালে শেষ হবে। তার আগেই এই নয়া স্যাটেলাইটটি উৎক্ষেপণ করবে মিশর।​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us