ডেল্টার বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকরী স্পুটনিক! দাবি বিজ্ঞানীদের

author-image
Harmeet
New Update
ডেল্টার বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকরী স্পুটনিক! দাবি বিজ্ঞানীদের



নিজস্ব সংবাদদাতাঃ করোনার কামড়ে বিপর্যস্ত দেশ। এরই মাঝে প্রায় কোটি কোটি দেশবাসীকে করোনার ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে করোনার পাশাপাশি ভারতে হানা দিয়েছে ডেল্টার ভেরিয়েন্ট। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে আদৌ কি ভ্যাকসিন রুখতে পারবে এই ডেল্টা স্ট্রেনকে? রাশিয়ান অ্যাকাডেমি অব সায়েন্সেস এর গবেষণা বলছে করোনার ডেল্টা স্ট্রেনকে ৯০ শতাংশ পর্যন্ত প্রতিহত করতে পারে স্পুটনিক ভি। এ বিষয়ে প্রধান গবেষক নেতেসভের দাবি, করোনার প্রাথমিক স্ট্রেনের বিরুদ্ধে ৯৫ শতাংশ কার্যকরী স্পুটনিক। আর ডেল্টা স্ট্রেনের বিরুদ্ধে কার্যকরিতা ৯০ শতাংশ। দেশে অনুমোদিত প্রতিষেধকগুলির মধ্যে অন্যতম স্পুটনিক।