আধার কার্ড তৈরির জাল প্রতারনা চক্রের হদিশ

author-image
Harmeet
New Update
আধার কার্ড তৈরির জাল প্রতারনা চক্রের হদিশ

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ এবার আধার কার্ড তৈরির জাল প্রতারনা চক্রের হদিশ আলিপুরদুয়ারে। চক্রের সাথে অসম যোগের সম্ভাবনা। ঘটনায়  গ্রেফতার দুই। ডি.আর.এম চৌপথি এলাকা থেকে ভুয়ো আধার কার্ড তৈরি চক্রের ২ পান্ডাকে গ্রেপ্তার করেছে আলিপুরদুয়ার জংশন ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ডি.আর.এম চৌপথি সংলগ্ন এলাকার একটি দোকানে অভিযান চালায় আলিপুরদুয়ার জংশন ফাঁড়ির পুলিশ। অভিযান চালিয়ে ভুয়ো আধার কার্ড তৈরির চক্রের সন্ধান পায় পুলিশ। গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে। অভিযুক্তদের মধ্যে চক্রের মূল পান্ডা জংশন চৌপথি এলাকার বাসিন্দা সুমন্ত দাস ও অসম গৌরীপুরের বাসিন্দা আজগর আলী মোল্লা। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ভুয়ো আধার কার্ড তৈরীর যন্ত্রাংশ। প্রাথমিকভাবে পুলিশের  অনুমান অন্তঃরাজ্য ভূয়ো আধার কার্ড তৈরি চক্রের সঙ্গে যুক্ত রয়েছে অভিযুক্তরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকাজুড়ে।