স্বামী মহেশ ভূপতিকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে অদেখা পারিবারিক ছবি শেয়ার করলেন লারা দত্ত

author-image
Harmeet
New Update
স্বামী মহেশ ভূপতিকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে অদেখা পারিবারিক ছবি শেয়ার করলেন লারা দত্ত

নিজস্ব প্রতিনিধি -মঙ্গলবার, অভিনেত্রী লারা দত্ত ইনস্টাগ্রামে স্বামী মহেশ ভূপতির সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন।মহেশের ৪৮ তম জন্মদিন উপলক্ষে লারা ছবিগুলি শেয়ার করেছেন। অভিনেত্রী সেলিনা জেটলি এবং অন্যরাও সেই পোস্টের মন্তব্য বিভাগে মহেশকে শুভেচ্ছা জানিয়েছেন।মহেশ এবং লারা ছাড়াও, ছবিতে তাদের মেয়ে সায়রা ভূপতিও ছিলেন।