দিগবিজয় মাহালী,পশ্চিম মেদিনীপুর: গতকাল সন্ধ্যায় টেবিল ফ্যানে হাত দেওয়ায় ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হল এক পড়ুয়ার।মৃত পড়ুয়ার নাম অনিন্দ্য চক্রবর্তী।বয়স ১৮।তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলের সত্যপুর গ্রামে। গতকাল সন্ধ্যায় টেবিল ফ্যানে হাত দেওয়ার সময় কাটা তারে লেগে যায় হাত৷ তারপরেই ছিটকে পড়ে অনিন্দ্য। তৎক্ষনাৎ পরিবারের লোকজন অনিন্দ্যকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে।আজ অর্থাৎ মঙ্গলবার মৃতদেহ ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমেছে।