New Update
/anm-bengali/media/post_banners/8TPdoZbzJRFRN07fykze.jpg)
সুদীপ ব্যানার্জী, কোচবিহার: করোনা আবহের জন্য যন্ত্র চালিত গাড়িতে করে কোচবিহারের রথযাত্রা অনুষ্ঠিত হবে। বসবে না রথযাত্রা উপলক্ষে কোনো মেলা। গতবছরেও ঠিক একই ভাবে এই যন্ত্র চালিত গাড়িতে করে রথ যাত্রা হয়েছিল। স্বাভাবিক ভাবেই এবছরও ভক্তদের সমাগমে করা হচ্ছে না কোচবিহারের রথযাত্রা। কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান এবং দেবত্র ট্রাস্ট যৌথ ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের পাওয়া খবর অনুযায়ী, জেলাশাসকের উপস্থিতিতে এই রথযাত্রা শুরু করা হবে। রথটি কোচবিহারের মদন মোহন মন্দির থেকে বি.এস রোড ধরে রাজবাড়ী হয়ে গুঞ্জবাড়ীতে মাসির বাড়ি যাবে। জোরকদমে চলছে গাড়ির উপর কৃত্রিম রথ তৈরীর কাজ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us