বুনো হাতির হানায় আতঙ্কিত মানুষ

author-image
Harmeet
New Update
বুনো হাতির হানায় আতঙ্কিত মানুষ

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি : খাবারের খোঁজে  মুদীর দোকান সহ অনেকের বাড়িতে হানা দিল বুনো হাতি । দুটি মুদীর দোকান এবং তিনটি বাড়িতে হানা দেয় হাতি।  দোকানের দেওয়াল ভেঙ্গে সাবাড় করল দোকানের খাদ্য সামগ্রী। এছাড়াও তিনটি ঘরে হানা দিয়ে আংশিক ক্ষতি করে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরা ডাঙ্গাধুরা এলাকায়। ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে বনকর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে গরুমারা জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে আসে ওই এলাকায়। সেখানকার মুদীখানার দোকানের দেওয়াল ভেঙ্গে  খাদ্যদ্রব্য সাবাড় করে হাতি। 

এছাড়াও এলাকার দুটি ঘরেরও আংশিক ক্ষতি করে। রবিবার সকালে ঘটনার তদন্ত করার জন্য এলাকায় আসে ধূপঝোরা বিটের বনকর্মীরা। সেখানে তাদের দীর্ঘক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা । ক্ষতিগ্রস্ত বাসিন্দারা যাবতীয় ক্ষতিপূরণের দাবি করে বনকর্মীদের ঘিরে ধরে। পরবর্তীতে ঘটনাস্থলে মেটেলি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। বনদপ্তর সূত্রে জানা যায়, সরকারি নিয়মেক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে।