আজ ভবানীপুরের ঘটনাস্থলে যাবে ফরেন্সিক দল

author-image
Harmeet
New Update
আজ ভবানীপুরের ঘটনাস্থলে যাবে ফরেন্সিক দল

নিজস্ব সংবাদদাতাঃ  স্টক মার্কেট ব্যবসায়ী অশোক শা ও রস্মিতা শা-র বাড়ি। গতকাল এই বাড়িতেই খুন হন গুজরাতি দম্পতি। লন্ডভন্ড ঘর। অবিন্যস্ত বিছানা। ঘরের মেঝেয় চাপ চাপ রক্তের দাগ। প্রতিবেশী ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাস্তার ধারে ঘর বলে বাড়ির দরজা সবসময় বন্ধ রাখতেন ব্যবসায়ী দম্পতি। তবে কি পরিচিত কাউকে দেখেই দরজা খুলে দিয়েছিলেন? সেই সুযোগেই বিনা বাধায় ভিতরে ঢুকে পড়ে আততায়ী? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক দল।