বালায়াম করলে আদৌ কি সুফল মেলে?

author-image
Harmeet
New Update
বালায়াম করলে আদৌ কি সুফল মেলে?

নিজস্ব সংবাদদাতা: নখের ডগায় যে স্নায়ুগুলি থাকে, নখের সঙ্গে নখ ঘষলে সেইগুলি উদ্দীপিত হয়ে মস্তিষ্কে বার্তা পাঠায়। মস্তিষ্ক তখন মাথার ত্বকের মৃত ফলিকলগুলিকে পুনরুজ্জীবিত করে। ফলে চুলের গোড়া মজবুত হয়। তা ছাড়া, নখে নখ ঘষলে সারা শরীরে রক্ত সঞ্চালনের হার বাড়ে। ফলে মাথার ত্বকেও ভাল মাত্রায় রক্ত পৌঁছায়। যার ফলে চুলের গোড়া মজবুত করতে, চুল পড়ার সমস্যা কমাতে এবং পাকা চুলের হাত থেকে রেহাই পাওয়া যায়। তবে এই বিষয় নিয়ে কোনও গবেষণা করা হয়নি।