মসনদে থাকছেন জনসনই, আস্থা ভোটে জয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর

author-image
Harmeet
New Update
মসনদে থাকছেন জনসনই, আস্থা ভোটে জয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতাঃ আশঙ্কার পাহাড় পেরিয়ে টেমসের তীরে বরিসের জন্য নতুন সূর্যোদয়। এ যাত্রায় গদিরক্ষা পেল ব্রিটিশ প্রধানমন্ত্রীর। আস্থা ভোটে জয়ী বরিস জনসন। ব্রিটেনে লকডাউন উঠে যাওয়ার পর সংবাদের শিরোনামে উঠে আসেন বরিস জনসন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, লকডাউন চলাকালীন সরকারি বাসভবনে পার্টি দেওয়ার। অভিযোগ প্রমাণিত হয়। দিতে হয় জরিমানাও। এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার প্রধানমন্ত্রীকে আস্থাভোটের মুখোমুখি হতে হয়। এদিন ব্রিটিশ পার্লামেন্টে বরিসের পক্ষে পড়ে ২১১টি ভোট, বিপক্ষে ছিল ১৪৮টি ভোট। গোপন ব্যালেট গুণে পার্টি কমিটির চেয়ারম্যান রেজাল্ট ঘোষণা করেন গ্রাহাম ব্রাডি। বরিস জনসনকে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করতে হলে প্রস্তাবের পক্ষে পড়তে হত ১৮০ জনের ভোট। তা না হওয়াতেই চেয়ার ফিরে পেলেন বরিস।