/anm-bengali/media/post_banners/TYDOWfZVNNXyyZiNvZh2.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার : যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার দলমোর গারোবস্তিতে। মৃত যুবকের নাম সূরজ শা। সূত্রের পাওয়া খবর অনুযায়ী ২৮ বছর বয়সি ওই যুবককে শনিবার রাত দশটা নাগাদ তুলে নিয়ে যায় একদল যুবক। এরপর কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। মৃতের বাবা লালন শা জানান, রাতে চার-পাঁচ জন যুবক তাঁদের বাড়িতে আসে। ওই যুবকদের দেখে পালানোর চেষ্টা করেন সূরজ। কিন্তু তাঁকে ধরে বাইকে তুলে নিয়ে যায় ওই যুবকরা। ঘণ্টাখানেক পর বাড়ির কিছুটা দূরে সূরজের রক্তাক্ত দেহ মেলে। রবিবার পাঁচ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্তে নেমে রবিবার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনায় অভিযুক্ত আরও তিন জনের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
পরিবার সূত্রে খবর, বেঙ্গালুরুতে শ্রমিকের কাজ করতেন সূরজ। শনিবারই বাড়ি ফেরেন তিনি। খোঁজখবর নিয়ে জানা গিয়েছে, ২০১২ সালে ওই এলাকার জিতবাহাদুর পাখরিন নামে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ ওঠে সূরজের বিরুদ্ধে। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয় সূরজকে। তিনি প্রায় আড়াই বছর জেলও খাটেন। সূরজকে খুনের অভিযোগে ইতিমধ্যেই যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে জিতবাহাদুরের এক ছেলে রয়েছে। বাবাকে খুনের প্রতিশোধ নিতেই সূরজকে খুন করা হয়েছে কিনা, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পুলিশ সূত্রের খবর অনুযায়ী সোমবার ধৃতদের আলিপুরদুয়ার মহকুমা আদালতে তোলা হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us