New Update
/anm-bengali/media/post_banners/qFpz0PvCaHrQ7qIH3bpI.jpg)
নিজস্ব প্রতিনিধি -ব্রাজিলের পার্নামবুকো রাজ্যের রাজধানী রেসিফে এবং এর মেট্রোপলিটন এলাকায় ভারী বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে ১২৮ এ পৌঁছেছে, স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার একথা জানিয়েছে।এবং ইতিমধ্যেই ৯,৩০০ জনেরও বেশি লোককে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ৩৪টি পৌরসভা জরুরি অবস্থা ঘোষণা করেছে, পার্নামবুকোর গভর্নর পাওলো কামারা এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us