'ধর্ষণ-কৌতুক' এর ভিত্তিতে বডি স্প্রের বিজ্ঞাপন সরিয়ে ফেলবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম

author-image
Harmeet
New Update
'ধর্ষণ-কৌতুক' এর ভিত্তিতে বডি স্প্রের বিজ্ঞাপন সরিয়ে ফেলবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম

নিজস্ব প্রতিনিধি -সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব এবং টুইটারকে বলা হয়েছে লেয়ার'র ব্র্যান্ডের 'শট' নামক একটি বিতর্কিত বডি স্প্রে বিজ্ঞাপন সরিয়ে ফেলতে। সুত্রের খবর অনুযায়ী এটি ধর্ষণের মানসিকতাকে প্রচার করে তাই বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিদের মতে, সরকারের পক্ষ থেকে উভয় প্ল্যাটফর্মে চিঠি পাঠানো হয়েছে যাতে বলা হয়েছে 'ভিডিওটি শালীনতা বা নৈতিকতার স্বার্থে নারীর চিত্রায়নের জন্য ক্ষতিকর' এবং এটি তথ্য প্রযুক্তির লঙ্ঘন করে।