New Update
/anm-bengali/media/post_banners/hDbeONYP4fbdlIu2ZIhL.jpg)
নিজস্ব সংবাদদাতা ঃ গ্রেটার নয়ডায় ২২ বছর বয়সী এক মহিলা বিষ প্রয়োগ করে তার ২৭ বছর বয়সী সঙ্গীকে হত্যা এবং তাকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রিঙ্কি নামে ওই অভিযুক্ত গত ২৩ মে দাদরির কাছে তার ভাই ও অন্যান্য সন্দেহভাজনদের সঙ্গে মিলে এই অপরাধ করে। মৃত গৌরব কুমারকে রিঙ্কি বিষাক্ত খাবার খাওয়ানোর পরে তার উপর হামলা চালানো হয়েছিল।​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us