এক পায়ে দু’কিমি পথ পেরিয়ে স্কুল! সীমাহীন লড়াই কাশ্মীরের পারভেজের

author-image
Harmeet
New Update
এক পায়ে দু’কিমি পথ পেরিয়ে স্কুল! সীমাহীন লড়াই কাশ্মীরের পারভেজের

নিজস্ব সংবাদদাতাঃ হাঁটাপথে স্কুল প্রায় ২ কিলোমিটার। তবে পাহাড়ি রাস্তায় সেই পথ এক পায়ে পেরিয়ে আসে পারভেজ। প্রতিদিন চার কিলোমিটার পথ এক পায়ে দৌড়তে দৌড়তে সে স্কুলে পৌঁছায়। জম্মু-কাশ্মীরের হান্দওয়াড়ার স্কুলের এই ছাত্রের ছবি ভাইরাল নেট মাধ্যমে।খুব কম বয়সে একটি দুর্ঘটনায় বাঁ পা হারিয়েছিল পারভেজ। এখন হান্দওয়াড়ার একটি সরকারি স্কুলে নবম শ্রেণির ছাত্র সে। পড়াশোনায় দারুণ আগ্রহী ১৪ বছরের পারভেজ চায় একটি কৃত্রিম পা। যাতে স্কুল যেতে সুবিধা হয় তার। পারভেজ বলে, ‘‘এক পায়ে প্রায় দু’কিলোমিটার রাস্তা পার করি আমি। কিন্তু রাস্তা ভাল না। যদি একটা কৃত্রিম পা পেতাম, স্বাভাবিক ভাবে হাঁটতে পারতাম। জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখি।’’ পারভেজ জানায়, একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে একটি হুইল চেয়ার পেয়েছে। কিন্তু পাহাড়ি রাস্তায় সেই হুইল চেয়ারে যাওয়া অসম্ভব। তাই সেটি কোনও কাজেই লাগে না।২ কিলোমিটার রাস্তা এক পায়ে প্রায় ছুটতে ছুটতে যাওয়া-আসা করতে শরীরের কষ্ট হয়। ক্রিকেট, ভলিবল এবং কবাডি খেলতে ভালবাসে পারভেজ। কিন্তু সেটা আর এই এক পায়ে হয়ে ওঠে না। সরকারি সাহায্যের প্রত্যাশায় রয়েছে এই কিশোর।পারভেজের বাবাও জানান, ছেলের জন্য সরকারি সাহায্য চেয়েছেন তিনি। ​