জামাইষষ্ঠীর আগের দিন অগ্নিমূল্য বাজার

author-image
Harmeet
New Update
জামাইষষ্ঠীর আগের দিন অগ্নিমূল্য বাজার

নিজস্ব সংবাদদাতাঃ জামাইষষ্ঠীর আগের দিন অগ্নিমূল্য বাজার। বাঙালির বারো মাসে তেরো পার্বণে এই দিনটা রসনা তৃপ্তির। আর জামাইষষ্ঠী মানেই ভুরিভোজ, পাতে রকমারি পদ। জামাইষষ্ঠীর আগের দিন মাছ থেকে ফল-মিষ্টি, যাতেই হাত, তাতেই দামের ছ্যাঁকা। চড়া দাম মাছের। গড়িয়াহাট বাজারে ২ কেজির ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার টাকায়। এক থেকে দেড় কেজি ইলিশের দাম দেড় হাজার টাকা। ৮০০ থেকে দেড় হাজারের মধ্যে ঘোরাফেরা করছে বাগদা চিংড়ির দাম। গলদা চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়। ছোট ভেটকি ৪০০ থেকে সাড়ে ৪০০ টাকা, বড় ভেটকি ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের মতোই আগুন ফলের বাজারও। হিমসাগর আম ১০০, ল্যাংড়া আর গোলাপখাস বিক্রি হচ্ছে ১২০ টাকায়। লিচু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। গোটা কাঁঠালের দাম ১০০ থেকে ১৫০ টাকা। কাটা মুরগি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়। তবে সবজিতে স্বস্তি।