নিজস্ব সংবাদদাতাঃ করোনার পর খুলেছে স্কুল - কলেজ। কলেজে পঠন-পাঠন চালু হতেই ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল এ.বি.এস মহাবিদ্যালয়ে সাঁকরাইল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে নবীন বরণ উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই কলেজে তৃণমূল ছাত্র ইউনিটের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান হয় শুক্রবার। দীর্ঘ প্রায় দু'বছর আগে কলেজে আগের মত পঠন-পাঠন চালু হয়েছে। নতুন ও পুরনো পড়ুয়াদের একত্রিত ও পরিচিতি করার জন্যই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃখগেন্দ্রনাথ মাহাত, সাঁকরাইলের বিডিও রথীন বিশ্বাস, সাঁকরাইল ব্লক তৃণমূলের সভাপতি কমল কান্ত রাউৎ, সহ সভাপতি অনুপ মাহাত, ব্লক ছাত্র পরিষদের সভাপতি সুমিত দাস, সাঁকরাইল এ.বি.এস মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরিপদ মহাপাত্র সহ অন্যান্যরা।এদিন অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাত সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান। এবং আগামীদিনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আশীর্বাদ করেন। সেই সঙ্গে এদিন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল কান্ত রাউৎ বলেন, প্রায় দু বছর মহামারী করোনার প্রভাবে বন্ধ ছিল এই মহাবিদ্যালয়ের সমস্ত অনুষ্ঠান। দু বছর পরে আবার নবীন বরণ অনুষ্ঠান আয়োজিত হওয়ায় খুব ভালো লাগছে।সেইসঙ্গে তিনি কলেজের নবীন সমস্ত ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানিয়ে বলেন এই কলেজ থেকে বেরিয়েছে মমতা হাঁসদা বর্তমানে যে জাতীয়স্তরে ফুটবল খেলছে এইটা আমাদের গর্ব। এইভাবে প্রতিটা ছেলেমেয়েকে আগামীদিনে তাদের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।