New Update
/anm-bengali/media/post_banners/jHbd0v044cgpWykyBkQX.jpg)
নিজস্ব সংবাদদাতা, সালানপুরঃ গত বছর ডিসেম্বর মাসের ২৮ তারিখে রূপনারায়ণপুরের শ্রীকৃষ্ণ পল্লীতে স্বপন মাজির বাড়ির দরজার তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। চুরি হয় নগদ ২০ হাজার টাকা সহ সোনা ও রূপোর গয়না। লিখিত অভিযোগ দায়ের হয় রূপনারায়ণপুর ফাঁড়িতে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। এবং গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে রূপনারায়ণপুরের বাউরি পাড়া থেকে চারজন যুবককে আটক করে পুলিশ। ধৃত চার যুবকের নাম হল অভিজিৎ বাউরি, সঞ্জয় বাউরি, বিকি বাউরি, মহেশ বাউরি। ধৃতরা সবাই বাউরি পাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত চারজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা পুলিশের কাছে শিকার করে তারাই ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরি করেছে। ধৃত চার যুবককে শুক্রবার আদালতে তোলা হয় ও তদন্ত সাপেক্ষে পুলিশের তরফে ৭দিনের জন্য পুলিশি হেফাজত চাওয়া হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us