মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করল ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের রৌনক

author-image
Harmeet
New Update
মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করল ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের রৌনক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের দ্বিতীয় স্থান অধিকার করল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের ছাত্র রৌণক মন্ডল, তার প্রাপ্ত নম্বর ৬৯২। জানা গিয়েছে ঘাটালের কর্ণগড় এলাকার বাসিন্দা, এক ভাই এক বোন, মা গৃহবধূ, রৌণক বরাবরই ভাল ছাত্র হিসেবে পরিচিত বিদ্যাসাগর হাই স্কুলে। বাবা তাপস কুমার মন্ডল ওই স্কুলের হিসাব শাস্ত্রের শিক্ষক। তবে তার এই সাফল্যে গর্বিত ঘাটালবাসী। ২৪ ঘণ্টার মধ্যে ৮ ঘন্টা মাত্র পড়াশোনার প্রতি খরচ করত রৌণক, পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা, এবং ফুটবল দেখার শখ ছিল রৌণকের। বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায় রৌণক। রৌণক জানান, তার এই সাফল্যে বাবা-মা প্রচুর সাহায্য করেছেন পাশাপাশি সাহায্য করেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা।