মাধ্যমিকে ৬৯১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে চোরপালিয়া গ্ৰামের দেবশিখা প্রধান

author-image
Harmeet
New Update
মাধ্যমিকে ৬৯১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে চোরপালিয়া গ্ৰামের দেবশিখা প্রধান

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ চোরপালিয়া শ্রী শ্রী বাসন্তী বিদ্যাপীঠের ছাত্রী দেবশিখা প্রধান ৬৯১ নম্বর পেয়ে রাজ‍্যে তৃতীয় ও জেলায় প্রথম হয়েছেন। তার বাড়ি এগরা ১ ব্লকের চোরপালিয়া গ্ৰামে। বাবা পেশায় টিউশন মাস্টার, মা গৃহবধূ (গ্রাজুয়েট)। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবশিখা জানান, এত ভালো ফলাফল হবে কখনও আশা করিনি। টেস্ট পরীক্ষার পর ১২ ঘন্টার বেশি পড়াশোনা করতাম। বাবা ও কাকুর কাছে পড়াশোনা করতাম, তাছাড়া একজন শিক্ষিকার কাছে পড়াশোনা করতাম। তবে ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে বলে জানান দেবশিখা। তার এই সাফল্যে খুশি পরিবার ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।