New Update
/anm-bengali/media/post_banners/zo5L5e6CcJfUbG3UA5V9.jpg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ মারা যাওয়ার পরেও যুবকটি জীবিত আছে কিনা তা দেখতে হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে ওঝার কাছে ছুটলো পরিবার।যদিও ওঝা সেই মৃতদেহ দেখে জানিয়ে দেন যে সত্যিই যুবকটি মারা গিয়েছে। এই ধরনের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডুবেরপুকুর এলাকায়।একদিন আগে ওই এলাকার যুবক রবি মুর্মু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় মানুষজন চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। প্রকৃত মৃত্যু হয়েছে কিনা তা জানার জন্য হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে সোজা ওঝার কাছে ছুটলো পরিবার। আর সেই খবর ডেবরা থানায় পৌঁছাতেই ঘটনাস্থলে পৌঁছায় ডেবরা থানার পুলিশ। তড়িঘড়ি মৃতদেহ নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। আজকের দিনে দাঁড়িয়েও মানুষ কুসংস্কারচ্ছন্ন?প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us