New Update
/anm-bengali/media/post_banners/rVk5O59KRoG3onPaJTUW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আপাতত মাঙ্কিপক্সকে ‘জনস্বাস্থ্য জরুরী রোগ’ হিসাবে দেখছে না ইউরোপ। ইউরোপের মেডিসিন এজেন্সির তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে ইউরোপে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব জনস্বাস্থ্য জরুরী নয়। ইএমএ-এর প্রধান মার্কো ক্যাভালেরি জানিয়েছেন, ভবিষ্যতে মাঙ্কিপক্সের প্রভাব ইউরোপে বৃদ্ধির সম্ভাবনা থাকলেও তেমন বড় আকার ধারণ করার আপাতত কোনও সম্ভাবনা নেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us