New Update
/anm-bengali/media/post_banners/RtaDn8Ee6sf6ClmnxlzU.jpg)
নিউজ ডেস্ক, পূর্ব মেদিনীপুরঃ বোমাবাজির ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল মেদিনীপুর। এলাকাবাসীর অভিযোগ, ভোট পরবর্তী সময়ে খেজুরী বিধানসভায় তৃণমূল পরাজিত হয়ে সারা এলাকায় বোম বন্দুকের রাজনীতি করছে।
গতকাল রাতে খেজুরী ২, মুরলী চক বুথে সারারাত ধরে বোমাবাজি করে, এলাকায় তান্ডব চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাসিন্দাদের অভিযোগ, তৃনমূলের হার্মাদ বাহিনী অন্ধকারে রাস্তায় বোম ফেলে চলে যায়। সকালে স্থানীয় মানুষজন দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে এই বোম উদ্ধার করে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us