ধর্নায় বসল তৃণমূলের ২ বিধায়ক

author-image
Harmeet
New Update
ধর্নায় বসল তৃণমূলের ২ বিধায়ক

 নিজস্ব প্রতিনিধিঃ ইসিএলের বেসরকারি নিরাপত্তারক্ষীদের কাজ থেকে ছাটাই করার অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকে ফেসিয়ালের হেডকোয়াটারে বিক্ষোভ করতে থাকে বেসরকারি নিরাপত্তারক্ষীরা। তাদের দাবি অবিলম্বে তাদের কাজে ফেরাতে হবে ইসিএল কর্তৃপক্ষকে। সারাদিন বিক্ষোভরত বেসরকারি নিরাপত্তারক্ষীরা বিক্ষোভ দেখানোর পর বিকেলে সেখানে উপস্থিত হন তৃণমূলের পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং। বিক্ষোভকারিদের সঙ্গ দিয়ে তারাও ধর্নায় বসেন। শেষমেষ ইসিএল কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্ত বদলান। ইসিএল কর্তৃপক্ষ জানান, যেরকম ভাবে টেন্ডার বেরোবে সেভাবে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই ২২৫ এর জায়গায় ৫৫০ বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ করেছেন ইসিএল কর্তৃপক্ষ।