মাত্র ১০ মিনিটে দুয়ারে পৌঁছে যাবে মদ, কলকাতায় চালু হল পরিষেবা

author-image
Harmeet
New Update
মাত্র ১০ মিনিটে দুয়ারে পৌঁছে যাবে মদ, কলকাতায় চালু হল পরিষেবা

নিজস্ব সংবাদদাতাঃ মাত্র ১০ মিনিটে বাড়িতে পৌঁছে দেওয়া হবে মদ। কলকাতায় এমনই পরিষেবা শুরু করল হায়দরাবাদের স্টার্ট-আপ Booozie। যা ইনোভেন্ট টেকনোলজিস প্রাইভেট লিমিটেড। সংস্থার তরফে জানানো হয়েছে, এমনিতে অনলাইনে মদ ডেলিভারি নতুন কোনও বিষয় নেই। তবে ১০ মিনিটের মধ্যে ডেলিভারি এই প্রথম চালু হতে চলেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দফতরের তরফে অনুমোদন পাওয়ার পর পরিষেবা শুরু করা হয়েছে। ওই সংস্থার তরফে জানানো হয়েছে, নিকটবর্তী দোকান থেকে Booozie মদের ডেলিভারি দেবে। গ্রাহকদের চাহিদা এবং কেনার ভিত্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ১০ মিনিটের মধ্যে ডেলিভারি দেওয়া হবে।