New Update
/anm-bengali/media/post_banners/vLRHLcSnsL2DHvFEp3gg.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের পূর্ব লুহানস্ক অঞ্চলের সেভেরোডোনেটস্ক শহরের একাংশ দখল করে নিল রাশিয়ান বাহিনী। দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এই খবর জানিয়েছেন। লুহানস্ক আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সের্গেই গাইদাই বলেছেন যে রাশিয়া সেভেরোডোনেটস্কের প্রায় ৮০ শতাংশ এলাকা দখল করে নিয়েছে।গাইদাই বলেন, "শহরের রাস্তায় লড়াই জারি ছিল। ইউক্রেনীয় বাহিনী সেভেরোডোনেটস্কের কিছু অংশে পাল্টা হামলা চালিয়েছে। ইউক্রেনীয় সেনারা ৬ জন রুশ সেনাকে বন্দী করেছে।" ইউক্রেনের প্রশাসনিক আধিকারিকদের দাবি, রাশিয়ানরা সেভেরোডোনেটস্কের চারপাশ দিয়ে অপারেশনের প্রস্তুতি নিচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us