অবৈধ কয়লার কারবার রোধে সক্রিয় পুলিশ প্রশাসন

author-image
Harmeet
New Update
অবৈধ কয়লার কারবার রোধে সক্রিয় পুলিশ প্রশাসন

রাহুল পাসওয়ান, আসানসোলঃ অবৈধ কয়লার কারবার রোধে রাজ্য পুলিশ প্রশাসন সক্রিয় হয়েছে ৷ এই মুহূর্তে রাজ্যে অবৈধ কয়লার উৎপাদন এক প্রকার বন্ধ ৷ ফলে রাজ্যের ছোটো ও মাঝারি শিল্প কারখানাগুলি জ্বালানির প্রয়োজনে ভিন রাজ্য থেকে কয়লার আমদানি করতে বাধ্য হয়েছে ৷ এই পরিস্থিতিতে বাংলা ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোষ্টে কয়লা বোঝাই গাড়ির আসা যাওয়া বেড়েছে ৷ এর ফাঁক দিয়ে যাতে কোনো প্রকার অবৈধ কয়লার লেনদেন শুরু হতে না পারে, তার জন্যে পশ্চিম বাংলার পুলিশ ডুবুরডিহি চেক পোষ্টে নাকা চেকিং এর ব্যবস্থা করেছে ৷ একই সাথে কয়লা বোঝাই গাড়িগুলির চালান বা বৈধ কাগজ পরীক্ষা করে দেখাও শুরু হয়েছে ৷ পাশাপাশি পুরো বিষয়টিতে সহযোগিতা নেওয়া হচ্ছে ইসিএল বিসিসিএল বা সিসিএল এর মত সংস্থার ৷ প্রাথমিক পর্যায়ে এই কাজে গতি না থাকায় দীর্ঘ সময় গাড়িগুলিকে সীমান্তে দাঁড়িয়ে পড়তে হচ্ছিল ৷ ফলে গাড়ি চালকেরা একাধিকবার বিক্ষোভ দেখায় ৷ কিন্তু এখন দ্রুততার সাথে বৈধ কাগজ যাচাইয়ের ক্ষেত্রে গতি আনতে সচেষ্ট হয় রাজ্য পুলিশ প্রশাসন তথা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ৷ বর্তমানে এই কাজ দ্রুততার সাথে করার জন্যে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিক অলকেশ ব্যানার্জি নিজে উপস্থিত থেকে বিষয়টি খতিয়ে দেখছেন ৷ একই সাথে সারাদিনে একাধিকবার এডিপিসির উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত হয়ে বিষয়টি তদারকি করছেন ৷ চালকদের সুবিধার জন্যে গাড়ির তালিকাও দ্রুততার সাথে প্রকাশ করা হচ্ছে ৷ ফলে আগের তুলনায় সীমান্তে বৈধ কয়লা বোঝাই গাড়িগুলিকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না ৷ গাড়ির চালকরা পুলিশের এই সহযোগিতায় অনেকটাই সন্তোষ প্রকাশ করেছে ৷ পাশাপাশি আবেদন করেছে যেসব গাড়ির বৈধ কাগজ রয়েছে, তাদের যেন আরো দ্রুততার সাথে গন্তব্যে যাওয়ার অনুমতি দেওয়া হয় ৷