New Update
/anm-bengali/media/post_banners/dZw63fztCuFl28uzsiNP.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সঙ্গীত শিল্পী কেকে'র মৃত্যু নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তাঁর ম্যানেজার। তিনি বলেন, 'নজরুল মঞ্চ থেকে ফেরার সময়ে গাড়িতে শীত করছে কেকে'র। এসি বন্ধ করে দিতে হয়। এরপর হোটেলে ঘরে ঢুকে সোফায় বসতে গেলে তিনি পড়ে যান।' এদিকে তাঁর মৃত্যুটি অস্বাভাবিক বলে কলকাতার নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেছেন কেকের সঙ্গীরা। যদিও কেকের স্ত্রী এবং পুত্র বিমানবন্দর থেকে সোজা এসএসকেএমেই যাবেন কি না তা এখনও স্পষ্ট নয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us