প্রয়াত সঙ্গীতশিল্পী ‘কেকে’, হাসপাতালে পৌঁছালেন অরূপ বিশ্বাস ও বাবুল সুপ্রিয়

author-image
Harmeet
New Update
প্রয়াত সঙ্গীতশিল্পী ‘কেকে’, হাসপাতালে পৌঁছালেন অরূপ বিশ্বাস ও বাবুল সুপ্রিয়

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবারশেষনিঃশ্বাসত্যাগকরলেনবিখ্যাত সঙ্গীতশিল্পী কেকে’।উল্টোডাঙারগুরুদাসমহাবিদ্যালয়েরএকটিঅনুষ্ঠানেনজরুলমঞ্চেউপস্থিতছিলেনতিনি। সেইসময়েইতিনিআচমকাইঅসুস্থহয়েপড়েন।তাকেহাসপাতালেনিয়েগেলেচিকিৎসকরাতাকেমৃতবলেঘোষণাকরেন। মৃত্যুর পরপরই হাসপাতালে এসে পৌঁছান মন্ত্রী অরূপ বিশ্বাস। কিছুক্ষণ আগেই হাসপাতালে পৌঁছান সঙ্গীতশিল্পী তথা বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়। ‘কেকে’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তারা।

Singer KK, in Kolkata for a concert, dies at 53 - India News